তালিবান হামলায় পুলিশ ও সেনা সহ নিহত প্রায় ৫০ জন, আফগানিস্তানে


শুক্রবার,১১/১২/২০১৫
698

খবরইন্ডিয়াঅনলাইনঃ    আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের বিমানবন্দরে তালেবান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন সেনা ও দুজন পুলিশ রয়েছে। বাকি ৩৮ জন বেসামরিক ব্যক্তি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তালেবান হামলায় ১৭ সেনাসহ মোট ৩৭ জন আহত হয়েছে।

পশ্চিমা এক প্রত্যক্ষদর্শী বলেন, “দক্ষিণাঞ্চলে কোনো সামরিক স্থাপনার ওপর আমাদের দেখা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি।”

আগে মঙ্গলবার শেষ বেলায় ১১ তালেবান যোদ্ধা কান্দাহারের সুরক্ষিত ন্যাটো বিমানঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে পণবন্দী করে। তবে আফগান নিরাপত্তা বাহিনী সে হামলা প্রতিহত করে এবং সব তালেবান মারা যায়। বুধবার রাত পর্যন্ত চলে সে লড়াই।

সাম্প্রতিক মাসগুলোতে তালেবানরা এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়ে সফলতা পেয়েছে। খবর রেডিও তেহরানের। ( ছবিঃ প্রতিকী )।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট