প্রধানমন্ত্রী মোদী ও ইমরান খানের বৈঠক হল ক্রিকেট নিয়ে


শনিবার,১২/১২/২০১৫
265

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বৈঠকেও  ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কথা।

এই সিরিজ  শুরু করতে  প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন ইমরান খান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাকে এই অনুরোধ করেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। শুক্রবারই ভারতে আসেন।

পরে ‘অ‍্যাজেন্ডা আজ তক ২০১৫’ অনুষ্ঠানে সঞ্চালক রাজদীপ সারদেশাইয়ের এক প্রশ্নের উত্তরে ইমরান বলেছেন‍, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, পরস্পরের বিরুদ্ধে দুই দেশের অবশ‍্যই খেলা উচিত। বর্ণবৈষম্যের কারণে আমি সাউথ আফ্রিকার নির্বাসনকে সমর্থ‍ন জানিয়েছিলাম। সেটা ছিল মানবাধিকার লঙ্ঘন, যা মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘চিরকালের জন‍্য শত্রু হয়ে আমরা থাকতে চাই না। ভবিষ‍্যতের কথা ভাবতেই হবে। আমাদের এমন কয়েকজন ক্রিকেট হিরো আছে, যাদের দুই দেশের লোকই ভালবাসে। ওয়াসিম আকরামকে ভারতে সবাই পছন্দ করে। আবার শচীনও পাকিস্তানের হিরো।’

একই অনুষ্ঠানে ছিলেন কপিলদেবও। তিনি অবশ্য জানান, ‘দুই বোর্ডই খেলতে রাজি। কিন্তু সরকারের বিরুদ্ধে তো আর যাওয়া যাবে না।’

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট