পরিতোষ বর্মণঃ এক সময় বালুরঘাট শহরের ব্যস্ত জীবন থেকে একটু বাইরে নির্জনে কিছুটা সময় কাটানোর স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিল বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৈরি আরণ্যক। সবুজ গাছ পালায় ঘেরা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বালুরঘাট হুসেনপুরে অবস্থিত এই আরণ্যক রক্ষনা বেক্ষণের অভাবে জীর্ণ দশায় পরিনত হয়। বালুরঘাট পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ গুপ্তের যৌথ প্রচেষ্টায় আবার নতুন রুপে সেজে ওঠে বালুরঘাটের স্বপ্নের আরণ্যক। বুধবার সেই সেজে ওঠা আরণ্যক পরিদর্শন করলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার বরুণ রায় ও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক তাপস চৌধুরী। যা আগামী ২১ শে ডিসেম্বর বেলা ১ টায় জেলা শাসকের হাত দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হতে চলেছে। এইদিন ডিভিশনাল কমিশনারের কাছে আরণ্যকের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়। যার মধ্যে উঠে আসে গেস্ট হাউস, কনফারেন্স হল, ইকো পার্ক।
আরণ্যক উন্মুক্ত হতে চলেছে
বুধবার,১৬/১২/২০১৫
424

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: