খবরইন্ডিয়াঅনলাইনঃ ২০৩২ কোটি টাকা বিদ্যুতের বিলটা পেয়ে মাথায় হাত উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক ব্যবসায়ীর। কিন্তু ওই ব্যবসায়ী পরাগ মিত্তালকে বিষয়টির প্রতিকারের জন্য সংশ্লিষ্ট বিভাগের এক টেবিল থেকে আর এক টেবিল ঘুরতে হচ্ছে।কিন্তু তাঁর অভিযোগ শোনার মতোও কেউ নেই।বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা অবশ্য বিষয়টিকে টেকনিক্যাল গলদ বলেই দায় সারছেন।( ছবিঃ সংগৃহীতা )।
এক ব্যবসায়ীর বিদ্যুৎতের বিল ২০৩২ কোটি টাকা
শুক্রবার,২৫/১২/২০১৫
287