খবরইন্ডিয়াঅনলাইনঃ অভিনেত্রী মনীষা ক্যানসার জয় করে ফিরেছেন। বর্তমানে বেশ সুস্থ আছেন। তবে তার প্রত্যাবর্তন হচ্ছে তামিল ও কানাড়ি ভাষার থ্রিলার ছবি ‘ওরু মেলিয়া কোড়ু’ দিয়ে।
জানা গেছে, আগামী ২২ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। এই ছবির পরিচালক এএমআর রমেশ। ছবিটি সুনন্দা পুষ্করের মৃত্যু-রহস্য অবলম্বনে তৈরি হয়েছে। তবে বিষয়টি মানতে রাজি নন ছবির পরচিালক। রমেশ জানান, অনেক আগেই তিনি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। সুনন্দা পুষ্করের মৃত্যু-রহস্যের সঙ্গে ছবির চিত্রনাট্য মিলে গেলেও, মোটেও সুনন্দা পুষ্করের মৃত্যু দ্বারা অনুপ্রাণিত হননি তিনি।
এদিকে ছবিটির চিত্রনাট্য এমনই, যা শোনার পরে আর স্থির থাকতে পারেননি মনীষা। চিত্রনাট্য শোনার পরেই স্থির করে ফেলেন, এই ছবি দিয়েই সিনেমায় প্রত্যাবর্তন ঘটবে তার। তাই রাজকুমার সন্তোষীর ছবির প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি শুটিংয়ের কাজে হাত দেননি।
একটি খুনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবিটি।
Auto Amazon Links: No products found.