বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ১২ টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সুত্রের খবর, এদিন বৃহস্পতিবার সকালে বরুয়া গ্রাম পঞ্চায়েতের কুড়িয়াল গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান বেশ কয়েকজন মৎস্যজীবী। সেই সময় পুকুর পাড়ে তাঁরা একটি টিনের বাক্স পরে থাকতে দেখেন। সেই টিনের বাক্সে ধানের গুঁড়োর মধ্যে বোমা দেখে তাঁরা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রশি দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। খবর দেওয়া হয় বোমস্কোয়ার্ডের কর্মীদের।
কারা, কি উদ্দেশ্য নিয়ে এখানে এতোগুলো তাজা বোমা মজুত করে রেখেছিল সে ব্যাপারে তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জে ১২ টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
বৃহস্পতিবার,৩১/১২/২০১৫
741