খবরইন্ডিয়াঅনলাইনঃ বাবা চা বিক্রেতা আর মেয়ে বিচারক। পঞ্জাবের জলন্ধরে নাকোদার শহরের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে চা বিক্রি করে সংসার চালাতেন সুরেন্দ্র কুমার। ওই কোর্টেরই বিচারক পদে নিযুক্ত হলেন মেয়ে। সুরেন্দ্রর মেয়ে বছর ২৩-এর শ্রুতি প্রথম বারেই পাশ করেছেন পঞ্জাব সিভিল সার্ভিস(জুডিসিয়াল) পরীক্ষা। একবছর ট্রেনিং-এর পর এখন ওই কোর্টের বিচারকের পদে নিযুক্ত হয়েছেন তিনি। শ্রুতি জানিয়েছেন, এতদিনে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, আমি সবসময়ই চাইতাম কোনও আইনি পেশার সঙ্গে যুক্ত হতে। বিশেষত চাইতাম বিচারক হতে। তাই এই পরীক্ষায় বসা। এবং প্রথমবারেই সাফল্য। এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন তিনি।শ্রুতির সাফল্যের জন্য তাঁকে সম্বর্ধনা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজ্যসভার সাংসদ এবং বিজেপি নেতা অবিনাশ রাই খন্না জানিয়েছেন, “শ্রুতি পঞ্জাবের গর্ব”। ( ছবিঃ সংগৃহীতা ) ।
বাবা চা বিক্রেতা, মেয়ে বিচারক হলেন !
রবিবার,০৩/০১/২০১৬
463

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: