খবরইন্ডিয়াঅনলাইনঃ বিগ বসে আসার পর ২০১২ সালে জিসম টু-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ক্রমশ বেড়েছে জনপ্রিয়তা। গুগলের রিপোর্ট বলছে,গত দু বছর ধরে গুগল সার্চে তিনি ভারতের সব সেলেব্রিটির চেয়ে এগিয়ে।
তবে খুব তাড়াতাড়ি বলিউডে প্রবেশ করতে যাচ্ছে আরেক পর্নস্টার তারকার। এবং সেই হতে চলেছে সানির নতুন প্রতিদ্বন্দী।
শোনা যাচ্ছে চলতি বছর জুলাই থেকে বলিউডের এক প্রযোজক সংস্থা এক মাঝারি বাজেটের সিনেমা আনতে চলেছে। সেটি হবে অ্যাডাল্ট কমেডি সিনেমা এবং সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন এক পর্নস্টার তারকা । তবে সেই পর্নস্টার সানি লিওন বা প্রিয় রাই নন। তবে সেই পর্নস্টার কে তা এখনও খোলসা করে বলতে রাজি হচ্ছে না সেই প্রযোজক সংস্থা। সংস্থার পক্ষ থেকে শুধু বলা হয়েছে, একটা ছবি তৈরির পরিকল্পনা চলছে, যাতে এক নতুন পর্নস্টারকে দেখা যেতে পারে।
এখন দেখার পালা সানির প্রতিদ্বন্দী হিসেবে টিকতে পারেন কি না নতুন কোনও পর্নস্টার।
Auto Amazon Links: No products found.