শেয়ার বাজারে ধস চিনে, তেলের দাম পড়ল


বৃহস্পতিবার,০৭/০১/২০১৬
672

খবরইন্ডিয়াঅনলাইনঃ     শেয়ার মার্কেট খোলার আধঘণ্টা পরই বন্ধ করে দেওয়া হল চিনের শেয়ার মার্কেট ৷ এক ধাক্কায় ৭ শতাংশ শেয়ারসূচক পতনের ফলে মার্কেট বন্ধ করে দেয় চিন সরকার ৷ চিনে কোনও সংস্থার পাঁচ শতাংশের বেশি শেয়ার আছে এমন বিনিয়োগকারীদের কেনাবেচার ক্ষেত্রে বিধিনিষেধের মেয়াদ ফুরোচ্ছে আগামীকাল। তার জেরেই এই পতন কি না, খতিয়ে দেখা হচ্ছে। এর জেরে দেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়ে কি না, সেদিকে নজর রাখছে নয়াদিল্লি। সোমবার থেকেই শুরু হয়েছিল চিনা শেয়ার সূচকের পতন ৷ বৃহস্পতিবার সিএইআই ৩০০ এক ধাক্কায় ৭ শতাংশ নীচে পড়ে যায় ৷ শেয়ার মার্কেটের হঠাৎ এই থমকে যাওয়া বিভিন্ন মহলে চিনের নতুন ‘সার্কিট ব্রেকার’ থিয়োরি নিয়ে বিতর্ককে আরও জাগিয়ে তুলল ৷ বিশেষজ্ঞ অর্থনীতিবিদের মতে, চিন সরকারের শেয়ার মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল একটা আতঙ্কিত প্রতিক্রিয়া। ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলার সম্ভাবনা জাগিয়ে গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে ৩৫ ডলারের কম। ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বন্দ্ব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামকে পিছন দিকে টানছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট