সানিয়া ও মাটিনা ফাইনালে


শুক্রবার,০৮/০১/২০১৬
703

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সানিয়া-মার্টিনা জুটি। স্লোভাক-রুশ জুটিকে ৬-৩, ৭-৫এ হারান সানিয়া-মার্টিনা।আজ  সেমিফাইনাল জেতার মধ্যে দিয়ে টানা ২৫টি জয় আসে এই জুটি থেকে। টানা ২৫টি ম্যাচ জিতে সারা ইরানি ও রবার্টো ভিঞ্চির রেকর্ড জয় ছুঁয়ে ফেলে এই ইন্দো-সুইস জুটি।সানিয়া-মার্টিনো জুটি বর্তমানে বিশ্বের এক নম্বর দল।সানিয়া বলেন,  ‘অনেক দিন হল আমরা কোন ম্যাচ হারিনি৷ নতুন একটা মৌসুমে জয়টা সহজ ছিল না৷ একটা ভালো মৌসুমের পর কাজটা আরও কঠিন হয়ে যায়৷আমরা এক ম্যাচ করেই এগুতে চাই।’

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট