আড়াই কোটি টাকা দান করল সলমন খান


রবিবার,১০/০১/২০১৬
527

খবরইন্ডিয়াঅনলাইনঃ    মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার রোগীদের চিকিৎসার জন্য একটি মেডিকেল শিবিরে আড়াই কোটি টাকা দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের মহাতারকা সলমন খান। ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কাজ করবে ওই মেডিকেল শিবির।

সমাজসেবামূলক কাজে বরাবরই এগিয়ে আসতে দেখা গেছে বলিউডের এ মহাতারকাকে। ক্যাম্পটিতে জালগাও এবং এর আশেপাশ এলাকার প্রায় ৩৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিশ ওই ক্যাম্পের উদ্বোধন করবেন।

মারাঠি দৈনিক মহারাষ্ট্র টাইমস জানায়, এ ক্যাম্পে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য আলাদা বিভাগ থাকবে। এছাড়াও মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঔষধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান পাঁচ ট্রাক ঔষধ দান করেছে ওই ক্যাম্পে।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট