শুভেন্দুর চ্যালেঞ্জ, সিপিএম – কংগ্রেস সম্ভাব্য জোটকে


সোমবার,১১/০১/২০১৬
562

খবরইন্ডিয়াঅনলাইনঃ     সিপিএম ও কংগ্রেসের সম্ভাব্য জোটের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তমলুকের সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে সিপিএম কংগ্রেসের জোট বা ঘোট করে কোন লাভ হবে না।  জনসভার মঞ্চ থেকে তিনি প্রদেশ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সমালোচনা করে বলেন যে দীর্ঘদিন ধরে কংগ্রেস মুর্শিদাবাদে ক্ষমতায় থেকেও জেলাবাসীর উন্নয়নে কোন কাজ করেনি, অধীর চৌধুরী নেতৃত্বাধীন কংগ্রেস এই জেলাকে সব চেয়ে পিছিয়ে পড়া জেলার তকমা এনে দিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই অধীর চৌধুরী এই জেলাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগামী নির্বাচনে মুর্শিদাবাদ জেলাবাসী তার বিশ্বাসঘাতকতার জবাব দেবে। পাশাপাশি তিনি আশাপ্রকাশ করে বলেন জঙ্গিপুরে, কান্দি, ডোমকলের প্রায় সবকটি বিধানসভা আসনে ঘাসফুল ফুটবে। সিপিএমের সাথে জোট করেও কোন লাভ হবে না। এই তিনটি মহকুমা ছাড়াও বহরমপুর ও মুর্শিদাবাদ মহকুমাতেও তৃণমূল ভাল ফল করবে বলে দাবী করেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে চার মাস বাকি থাকলেও ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসকদল। মুর্শিদাবাদে অধীরের দুর্গে ধ্বস নামিয়ে গঙ্গা পদ্মা  মাটিতে ঘাসফুল ফটাতে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে এই জেলার দ্বায়িত্ব দেন মানিনীয়া মুখ্যমন্ত্রী। দায়িত্ব হাতে নিয়েই অধীর দুর্গে ধ্বস নামাতে ঝাঁপিয়ে পড়েন শুভেন্দু অধিকারী । তিনি যে এই কাজে বেশ কিছুটা সফল হয়েছেন তা এই কয়েক মাসের রাজনৈতিক পরিসংখ্যানে স্পষ্ট। এদিকে নতুন বছরের শুরুতেই ডোমকলে ২তারিখ জনসভার পর সোমবার আগামী বিধানসভা নির্বাচন কে পাখির চোখ ক্রে করে সামসেরগঞ্জের ধুলিয়ানের বড়তরফের মাঠে জনসভা করেন শুভেন্দু অধিকারী। ঐদিনের জনসভার সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান হোসেন সহ বহু নেতা উপস্থিত ছিলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট