খবরইন্ডিয়াঅনলাইনঃ বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড পেয়েছেন বার্সেলোনার লুইস এনরিক। তার নেতৃত্বে ২০১৫ সালে সর্বোচ্চ পাঁচটি শিরোপা জেতে কাতালান শিবির। এর মধ্যে ছিল ঐতিহাসিক ট্রেবল। সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে জুরিখে আলো ঝলমলে অনুষ্ঠানে এই পুরস্কার জেতেন এনরিক। যদিও তিনি উপস্থিত ছিলেন পুরস্কার মঞ্চে।
গত বছর এনরিকের কোচিংয়ে কোপা দেল রে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও সবশেষ গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে বার্সেলোনা।
বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে এনরিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও চিলির আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। সাম্পাওলির কোচিংয়েই গেল কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল চিলি।
অন্যদিকে গার্দিওয়ালা বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি। এই স্প্যানিশ কোচের অধীনে গত মৌসুমে শুধু বুন্দেসলিগার শিরোপা জেতে জার্মানির সফলতম ক্লাবটি। জার্মান কাপের ফাইনালে হেরে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। অন্যদিকে মেয়েদের ফুটবলে সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের এলিস জিল।
Auto Amazon Links: No products found.