পোলিও টিকা কেন্দ্রের কাছে পাকিস্তানে বিস্ফোরণ, মৃত্যু হল ১৪


বুধবার,১৩/০১/২০১৬
896

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বেলুচিস্তান প্রদেশের  কোয়েটা শহরে একটি পোলিও টিকা কেন্দ্রের কাছে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

মনে করা হচ্ছে নিহতদের অধিকাংশই পুলিশের সদস্য। তারা ওই টিকা কেন্দ্রটির প্রহরায় ছিল।

পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো মনে করে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি মূলত পাকিস্তানি শিশুদের বিরুদ্ধে একটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশবিশেষ।
ফলে পোলিও টিকা কর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে বহু জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এজন্য তাদেরকে সব সময় সশস্ত্র প্রহরা দেয়া হয়।
সারা বিশ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানেই শুধুমাত্র এখনো পোলিও রোগ মহামারি আকারে বিরাজ করছে।

বেলুচিস্তান প্রদেশের একজন মন্ত্রী সরফরাজ বুগতি সংবাদদাতাদের বলেন, সকালবেলা টিকা কর্মীরা পরিদর্শনে বের হবার আগে যখন কার্যালয়ে এসে হাজিরা দিচ্ছিলেন তখনই এই বিস্ফোরণটি ঘটে।
এতে অন্তত কুড়ি জন মানুষ আহতও হন।

সরফরাজ বুগতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একটি যুদ্ধক্ষেত্রে বসবাস করছি এবং এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না।’
সংবাদদাতারা বলছেন, ২০১৪ সালের সঙ্গে তুলনা করলে গত বছর পোলিও টিকা কর্মীদের উপর কমই হামলার ঘটনা ঘটেছে। ( ছবিঃ প্রতিকী )। 

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট