খবরইন্ডিয়াঅনলাইনঃ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং বাংলাদেশের সঙ্গীতপ্রিয়দের কাছেও বেশ জনপ্রিয়। হিন্দি ছবিতে গাওয়া তার গানগুলো ওই দেশের তরুণ-তরুণীদের মুখে শোনা যায়। বাংলাদেশে মঞ্চানুষ্ঠানে গানও গেয়েছেন । তবে এবার প্রথম বাংলাদেশের ছবিতে প্লেব্যাকে কন্ঠ দিচ্ছেন তিনি।
দিপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে দুটি সঙ্গীতে সুর দিয়েছেন ‘শুধু তোমারই জন্য’ ছবির জনপ্রিয় সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। তারই সুরে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় একটি গানে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ।
ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অনিন্দ্য এই প্রথম বাংলাদেশের কোনও ছবির জন্য গান লিখেছেন। এটি অবশ্য একটি রোমান্টিক গান। আর এ ব্যাপারে অনিন্দ্য খুবই উচ্ছ্বসিত।
অরিজিৎ সিং ওপার বাংলার ছবিতে গান করলেন
রবিবার,১৭/০১/২০১৬
565

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: