ঠিক সময়ে সৌদি আরব না ছাড়লে জেল ও জরিমানা হতে পারে


রবিবার,১৭/০১/২০১৬
644

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ না করলে ভ্রমণকারীদের ছয় মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

শুক্রবার  সৌদি পাসপোর্ট অধিদপ্তরের   স্থানীয় প্রভাবশালী একটি দৈনিক এ খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়, সদ্য জারি করা আইনে শ্রম আইন ভঙ্গকারী অভিবাসী এবং সৌদি নাগরিক দুই পক্ষকেই এই শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভ্রমণকারীকে বিতাড়ন করা হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত মাত্র ২৫ রিয়ালের (৫১০ টাকা) বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট