মুস্তাফিজ আঘাত পেল


সোমবার,১৮/০১/২০১৬
818

খবরইন্ডিয়াঅনলাইনঃ    জিম্বাবুয়ের ইনিংসের তখন শেষ বল বাকি। গোটা ম্যাচে দারুণ বল করা মুস্তাফিজুর রহমান তখনই চোটটা পেলেন। সমস্যাট হল তার বাম কাঁধে।আর সেই চোটেই চলে গেলেন মাঠের বাইরে। ইনজুরিটা কি বেশ ক’দিন ভোগাবে মুস্তাফিজকে? – এমন প্রশ্নের অবশ্য তেমন কোন উত্তর পাওয়া যায়নি। তবে, টিম ম্যানেজমেন্ট সূত্র্রে জানা গেছে দ্রুতই সেরে উঠবেন তিনি।ম্যাচে ৪২ রানের বড় জয় পেয়েছে মাশরাফির দল। গোটা ম্যাচে তিন ওভার পাঁচ বল করেন মুস্তাফিজ। তাতে, মাত্র ১৯ রান দিয়ে নেন দুই্ উইকেট। মুস্তাফিজের শেষ ওভারের শেষ বলটা করেন সাব্বির। তাতে গ্রায়েম ক্রিমারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান সাব্বির রহমান রুম্মান।মুস্তাফিজ অবশ্য চোট কাটানোর দারুণ একটা সুযোগ পাচ্ছেন। শেষ দুই টি-টোয়েন্টি দল থেকে এর আগে থেকেই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

 

 

 

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট