ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে ‘ক্রিকেট কূটনীতি’ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করলেও এবার ক্রিকেট প্রেমের কারনে এক পাকিস্তানী যুবকের ১০ বছর জেল হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি ২০-তে ভারতের জয়ের পরে নিজের বাড়িতে তেরঙা ভারতীয় পতাকা উড়িয়েছিলেন এই কোহলি ভক্ত।
ভারতীয় ক্রিকেটের ‘তারকা ব্যাটসম্যান’ বিরাট কোহলির ‘বিরাট ভক্ত’ উমর দারাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকরা শহরের নিজ বাড়ির ছাদে প্রিয় ক্রিকেটারের বিজয়ে ভারতের পতাকা উড়িয়েছিলেন। পুলিশ খবর পেয়ে তাকে পাকিস্তানের জনশৃঙ্খলা রক্ষা আইনে গ্রেফতার করেছে।পাকিস্তানের সার্বভৌমত্ম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছে পুলিশ। এ আইনের ১২৩-এ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ আইনে বিচারে তার ১০ বছর কারাদন্ড হতে পারে।
পেশায় দর্জি উমরকে বুধবার আদালতে হাজির করা হলে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি ২০-তে ভারতের জয়ের পরে নিজের বাড়িতে তেরঙা ভারতীয় পতাকা উড়িয়েছিলেন।
Auto Amazon Links: No products found.