হাই স্পিড টেন চলবে দিল্লী-মুম্বাই রুটে খুবই তাড়াতাড়ি , এই ট্রেনের গতিবেগ থাকবে ঘন্টায় ২০০ কিমি স্পিডে। এই ট্রেনটি স্প্যানিস সংস্থা ট্যাগলো তৈরী। এই ট্রেনটি চললে দিল্লি থেকে মুম্বাই পৌছাতে লাগবে ১২ ঘন্টা যা এখন লাগছে ১৭ ঘন্টা।
Auto Amazon Links: No products found.