বলিউড বাশদা বলতেই তাকেই আমরা খুবই ভালো করে জানি তিনি হলেন শারুখ খান। ফিল্মে সকলের আগের নায়কের নাম দেখানো হয়েছে কিন্তু কিং খান এই রীতি পরিবর্তন করেছেন
“চেন্নাই এক্সপ্রেস” ফিল্ম থেকে। মঙ্গলবার নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে তিনি মেসেজ দিয়েছেন নারীদের সম্মানের প্রতি তিনি বলেছেন“ আমি প্রত্যেক মহিলাকে সম্মান করি। পৃথিবীতে নারীরাই যেন সকল সম্মানের অধিকারী হন।আরও বেশি স্বাধীনতা পান আমি এটা চাই।” তার জীবনে নারীদের কাছ থেকে তিনি সব শিখেছেন। এই সুন্দরীরা ছিল বলে তার কেরিয়ার জীবন এত মসৃণ হয়েছে।
Auto Amazon Links: No products found.