প্রত্যুষার মৃত্যুর মানসিক আঘাত সামলাতে না পেরে নিজের ছেলের সামনে আত্মহত্যা করলেন প্রত্যুষার এক ভক্ত। “আনন্দী” চরিত্র তাকে খুব প্রভাবিত
করেছিল। ভক্তটির নাম রায়পুরের ২৬ বছর বয়সী মধু মহানন্দা। মহানন্দার স্বামী জানিয়েছেন , প্রত্যুষার মৃত্যুর পর ওই সংক্রান্ত খবর দেখেন
তিনি এবং মানসিক অবসাতে ভুগতে থাকেন। বুধবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মহানন্দাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে। পুলিশ তার স্বামীকে
গ্রেপ্তার করলেও পরে তদন্তে করে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের অনুমান প্রত্যুষার মৃত্যুর মানসিক আঘাত সামলাতে না পেরে তার এই আত্মহত্যা।
ভক্তের আত্মহত্যা প্রত্যুষার মৃত্যুতে
শুক্রবার,০৮/০৪/২০১৬
2519

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: