অল্প বিদ্যা ভয়ঙ্করী


মঙ্গলবার,১১/০৭/২০১৭
2127

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

অল্প বিদ্যা ভয়ঙ্করী
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————————–

বাবার কুলে যায়নি
কেও স্কুল বিদ্যালয়ে।
তাইতো তাদের মধ্যে নাই
জ্ঞানের আলোর মূল্যটুকু।
বলে বসে যখন তখন
অহিনুকূল কথা।
ঝগড়া ঝাটি বাধিয়ে তুলে
পড়ার ছেলে মেয়ের সাথে।
মূর্খ অপদার্থ কাদের বলে
বুঝিয়ে তোলে সবার মাঝে।
তারি মাঝে কোনো একজন
মিসে ছিলো শিক্ষিতের দলে।
তাইনা সে পার হয়েছিল
স্কুলের গন্ডিখানি।
তাতেই কত কোলাহল দেখি
বংশের ঐ মাঝে।
মনে হয় যেন phd করেছে
অক্সফোর্ড ইনিভার্সিটি থেকে।
বাধিয়ে তোলে তর্ক বিতর্ক
ঐ জ্ঞানী পন্ডিতের সাথে।
না বুঝে করে অহেতুক প্রশ্ন
না আছে তার আগাগোড়া
না আছে তার মাথা।
তাতেই জ্ঞানী পন্ডিতের
মাথা ধরে।
বুঝিয়ে তোলে অল্প বিদ্যা
ভয়ঙ্করী কেন বলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট