অবহেলিত নারী
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
—————————————————–
দৈন্য পীড়িত অসহায়
দরিদ্র পরিবারের মেয়ে
অধিক অবহেলিত তারা।
যদি দেখিতে হয় বর্ণে কালো
অবহেলা লাঞ্ছনার স্বীকার হয়
প্রতি পদে পদে।
তবুও শ্লোগান শোনা যায়
সমাজের মাঝে মাঝে
বর্ণ বিদ্বেষ মূলক কথার
বিপক্ষে প্রতিবাদ করি মোরা।
এর বাস্তবের রূপ দেখি
কতটুকু আমরা।
ফুটবলের ন্যায় পদো দ্বারা
আঘাত খেয়ে বাড়ি বাড়ি
ফিরে অন্নের অভাবে।
চোখের জল পড়ে ,বেদনায়
বুক ভরা যন্ত্রনা নিয়ে
কখনো বেশ্যা বৃত্তিতে
ঠেলে দেয় তাদের জীবন।
নিষিদ্ধ পল্লী জলন্ত নিদর্শন।
কোর্ট চততোরে ,হসপিটালে
অপেক্ষমান যন্ত্রণার
লাঘবের কারণে।
সুবিচারের আশায় অপেক্ষমান।
তবে মিলিবে কবে সুবিচার?
ঈশ্বর যদি করে সুবিচার তাদের
তবেই যন্ত্রণার লাঘব হবে
ঐ অবহেলিত নারীর।
Auto Amazon Links: No products found.