ভিত নয় মজবুত


মঙ্গলবার,১৮/০৭/২০১৭
795

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

ভিত নয় মজবুত
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————————-

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে
তৈরী হয় বড়ো বড়ো ইমারত
তবে তার ভিত তৈরী হয়
শক্ত পোক্ত ভাবে গড়া কংক্রিটে।
যাতে তার উপর তৈরী করা যায়
বড়ো বড়ো ইমারত
নইলে ভেঙে পড়িবে সবার জানা।
অলম্পিকে পাঠানো হয় সফল ছেলেমেয়েদের
বহু টেস্টের পরে।
অসফল ছেলেমেয়েদের পাঠানো হয় না কভু।
তবে কেন জীবনের আটটি শ্রেণীতে
ছাত্র ছাত্রীদের প্রতি করা হবে অবহেলা
ফেলপাশ উভয়কে উঠিয়ে দেওয়া হবে কেন
নবমশ্রেণীতে।
অসফল ছেলেমেয়ে কি নবমশ্রেণীর উপযুক্ত?
তাদের ভিত কি কংক্রিটে গড়া?
অসফল ছেলেমেয়ে কি অলম্পিকে মেডেল
আনয়ন করে?
বিনা সাঁতার শিকিয়ে নামিয়ে দিলে জলে
ডুবে যাওয়ার ভয়তো তাদের আছে।
ছাত্রছাত্রীরা মোদের ভবিষ্যৎ
তাদের ভিত নয় এখন কংক্রিট দ্বারা গড়া।
তাই ভয় হয় ভেঙে না পড়ে
মোদের ভবিষ্যৎ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট