অাগামিকাল অর্থাৎ ২১শে জুলাই ২০১৭ , তৃনমূল কংগ্রেসের সহিদ সমাবেশ এর প্রস্তুতি সমাপ্ত । এখন অপেক্ষা অাগামি কাল যেখানে বক্তব্য রাখবেন তৃনমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রি মমতা বন্ধোপাধ্যায় । ইতি মধ্যে সারা পশ্চিমবঙ্গ এর বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃনমূল সমার্থক কলকাতা অাসতে শুরু করেছে । অাজ বিকালে তৃনমূল সাংসদ অভিষেক ব্যানার্জি নিজে ধর্মতলার মঞ্চ পর্যাবেক্ষন করেন । কলকাতাই অাগত তৃনমূল কংগ্রেস সমার্থকদের রাত্রে থাকা ও খাওয়ার জন্য গীতাজ্ঞলী স্টাডিয়াম ও মিলন মেলা প্রাজ্ঞনে সুব্যবস্তা করা হয়েছে । রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প ও পর্যাপ্ত পুলিশ ব্যবস্তা ।
২১ শে জুলাই সমাবেশ ২০১৭
বৃহস্পতিবার,২০/০৭/২০১৭
1662
নিজস্ব সংবাদদাতা---