ডাক্তার বাবু


বৃহস্পতিবার,২০/০৭/২০১৭
857

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

ডাক্তার বাবু
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

————————————————–

মানবের কপালে দুশ্চিন্তার ভাঁজ
ইস্পষ্ট পরিলক্ষিত।
খবরের কাগজে ,নিউজ চ্যানেলে
অহরহ কথা শোনা যায়।
চিকিৎসা সংক্রান্ত খবর
ডাক্তার নয় তবু সেজেছে ডাক্তার।
চিনিবার লক্ষণ পাই কোথায়?
অসহায় গ্রাম্য মানব গেলে
জিহ্ববা হতে লাল পড়ে টসটস।
যেন সুগার কেনের মত রস
বের করে নেবে মানবের যমানো পুঁজি থেকে।
একটু আধটু গ্যাস হলেও
পাঠিয়ে দেয় হরেক রকমের পরীক্ষা ও
ফটোকপি করতে বিল বাড়ানোর কারনে।
যেন ডাক্তারের বেশে সুদের কারবার করে।
মাল্টি ভিটামিনের কোনো কাজ নেই
তবু ও দিয়ে দেয় অহরহ।
কহে নাই কভু প্রাকৃতিক সবজি ও
কিছু মাছ খেতে যাতে ভিটামিন মিলে শরীরে।
হাইরে হাই দেহে জীবন আনোয়ন কারী হল
এখন লুটের কারবারী।
কবে কোহিবে সৎ ডাক্তার বাবু
মানবের উপকার লাগি
নিউজ ,খবরের কাগজে
যাহাতে বুঝে যাবে
অসহায় দেশের অধিবাসী।


( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9830710980 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট