নির্বোধ মানব


শনিবার,২২/০৭/২০১৭
882

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

নির্বোধ মানব
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

—————————————————-

শহর গ্রাম গঞ্জের মোড়ে মোড়ে
কিছু ঠেক আর দোকানে
বসে থাকে অকারনে কিছু মানব।
উদ্দেশ্য তাদের কথার মাধ্যমে
কাওকে ছোটো করা আর অপমান করা।
চেষ্টা দ্বন্দ্ব লাগানো কারো পরিবারে
মিথ্যা কথার মাধ্যমে।
কর্মেতে করে তারা অবহেলা
অপরের কর্ম দেখে জ্বলতে থাকে সদা।
সুন্দর কর্মের কথা শোনা যায়না তাদের মুখ হতে।
কারো প্রতি স্নেহ ভালোবাসা
দেখানোর চেষ্টা করেনা কভু।
কেবলই ধরতে চাই কারো ভুল
যেন তেনো প্রকারে।
উদ্দেশ্য ছোট করা অপরকে।
বিজ্ঞ পন্ডিতের ভুল ধরতে যায়
ধারণা নাই তার জ্ঞানের পরিসীমা সম্পর্কে।
কুয়ের মধ্যে থেকে দেশ বিদেশের খবর প্রদান করে।
কে আছো মহান দয়া করে
তাদের ব্রেন আর হৃদয়
ধৌওতো করে দাও যমযমের পানিতে।
যদি তাদের উপকারে লাগে
সুন্দর সুন্দর কথা বলিতে।

——————————-

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট