মোবাইল অ্যা‌পে হা‌তের মু‌ঠোই একা‌ধিক বাংলা খব‌রের কাগজ


সোমবার,২৪/০৭/২০১৭
1680

রাজু অালম---

কোন অ‌তি‌রিক্ত টাকা খরচ না ক‌রেই এখন অাপনার হা‌তের মু‌ঠোই পে‌য়ে যান একা‌ধিক বাংলা খব‌রের কাগজ, যার ম‌ধ্যে উল্লেখ‌যোগ্য অানন্দবাজার, বর্তমান, আজকাল, গণশক্তি, কর্মক্ষেত্র, স্টেটসম্যান, টেলিগ্রাফ, উত্তরবঙ্গ খবর, বাংলা এক্স‌প্রেস ইত্যা‌দি । অাস‌লে এটি মোবাইল অ্যাপ, যা অাপ‌নি সম্পূর্ন বীনামূ‌ল্যে ইন্সটল ক‌রে নি‌তে পা‌রেন অাপনার মোবাইল ফো‌নেতে । অ্যাপটির নাম News Papers : All Bengali News , এটি গুগল প্লে স্টো‌রে ফ্রি তে পাওয়া যা‌চ্ছে । অ্যাপ‌টি তৈরী ক‌রে‌ছে “নেক্সট‌ টেক সফ্ট স্যলুশন” না‌মে ন‌দিয়‌ার এক‌টি কোম্পা‌নি যারা বি‌শেষত মোবাইল অ্যাপ তৈরী ক‌রে । মোবাইল অ্যাপ তৈরী করার কোম্পা‌নি হিসা‌বে নেক্সট‌ টেক সফ্ট স্যলুশন এক‌টি অ‌তি প‌রি‌চিত নাম ।

অ্যাপ‌টি ইতিম‌ধ্যে প্রায় ৫০ হাজার ডাউন‌লোড হ‌য়ে গে‌ছে এবং প্র‌তি‌দিন অ্যাপ‌টির ব্যাবহা‌রির সংখ্যা বাড়‌ছে । অ্যাপ‌টি ইন্সটল করার জন্য এনড্র‌য়েড ২.২ দরকার । অ্যাপ‌টির রি‌ভিউ খুব ভা‌লো , অ্যাপ‌টির বর্তমান রি‌ভিউ ৫ এর ম‌ধ্যে ৪.২ । যে‌টি যে কোন মোবাইল অ্যা‌পের ক্ষেত্রে ভা‌লো হিসা‌বে ধরা হয় । তাই দেরী না ক‌রে অাজই অ্যাপ‌টি ইন্মটল ক‌রে প্র‌তি‌দিন প‌ড়ে ফেল‌ুন ১৬ টিরও বে‌শি বাংলা খব‌রের কাগজ ।
অ্যাপ‌টির লিঙ্ক নি‌চে দেওয়া হল :

https://play.google.com/store/apps/details?id=com.nsoft.myallnewspaper&hl=en

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট