প্রশ্ন থেকে যায় মনে


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
801

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

প্রশ্ন থেকে যায় মনে
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

——————————————–

পড়েছিলাম কেউ পাঠশালা হতে
কেউ বিদ্যালয়
কেউ বা ইউনিভার্সিটি
আর ও কত কত স্থানে।
তবে একটি প্রশ্ন সদা মনে জাগে
প্রিয় বিষয় কোনটি সকলের কাছে।
প্রশ্ন চিহ্ন থেকে যায়
উত্তরের পরিপেক্ষিতে।
আলোচনা প্রতিটি বিষয়ের পরীক্ষা হতে
পাঁচে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে
গণিত বিষয়ে ১০০ তে ১০০ মিলে।
অন্য দুই একটি বিষয় ব‍্যতিরেখে
মিলে নাই ১০০ তে ১০০ কভু।
প্রশ্ন ছাত্রছাত্রীদের মেরিট নিয়ে
ইয়া শিক্ষকের শিক্ষাদানে ঘাটতি রয়েছে
না পাঠ‍্য পুস্তকে ভুলে ভরা।
শিক্ষাদান দেওয়া শুরু হতে
আজ অবদি কখনো ১০০ তে ১০০ মিলে নাই
লিখে পাঁচে পাঁচটি উত্তর
এমন বিষয় রয়েছে সবার জানা।
তাই প্রশ্ন থেকে যায় সবার মনে মনে
শিক্ষা পদ্ধতি , পাঠ্য পুস্তক
শিক্ষাদানকারী সকলের ঐ প্রতি।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট