মনের বাসনা


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
913

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মনের বাসনা
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

———————————————

যৌবনের প্রারম্ভের বাদল দিনে
প্রথম ফুটে ঐ সুন্দর কদমফুল
অনুরূপ অঙ্গে পরিবর্তন শুরু
ধীরে ধীরে ।
শরীর ও মনে শিহরণ জাগে।
হৃদয়ে ভালোবাসার বীজের অঙ্কুরৎগম ঘটে।
আকর্ষিতো হয় একে অপরের প্রতি
মিলন বাসনায় মন সদা ব্যাকুল।
মন উড়ে যেতে চাই কোন
নদীর উপকূলের কিনারে।
আবার কখনো ফুলের বাগনে
সুগন্ধ ফুলের ঐ টানে।
মন সদা ভাবে ধরণীর সকল সুখ রয়েছে
ঐ দুই জনের গোপন মিলনে।
তাই সকল বাঁধা অবজ্ঞা করে
যেতে চাই মন সপ্নদেশে
জয় করিতে মনের ঐ বাসনাকে।
তবে সামাজিক বাঁধা আসে
ঐ চীনের প্রাচীরের মতো
সঙ্গে ধর্মীয় নিয়মকে সেনাপতি করে।
তরুণ তরুণী পরাজিত হয় ঐ মনের বাসনার কাছে।
তাই সামাজিক রীতি মেনে
বিবাহ বন্ধনে বাঁধে নিজেকে
জয় করিতে তাদের ঐ মনের বাসনাকে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট