মূর্খের মাতলামী


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
758

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মূর্খের মাতলামী
মোহাঃ বেলালাউদ্দিন মন্ডল

———————————————-

ভিন্ন ভিন্ন স্থানে সুন্দর ভুবনে
গ্রাম ও শহরের আনাচে কানাচে
মসজিদ ও মন্দির থেকে চায়ের দোকানে
বহু আলোচনার মহফিল বসে।
যেথায় মূর্খ মানব তার মনের সূত্র
প্রয়োগ করিতে চাই জ্ঞানী ব্যাক্তির উপরে
যেন আদার ব্যাপারী হয়ে
জাহাজের খবর প্রদানের চেষ্টা করে
আরবী ও সাংকৃতির বর্ণের জ্ঞান নাই তার মাঝে
অথচ মৌওলানা ও পুরোহিতের ভুল ধরে।
লোক সম্মুখে নিজেকে পন্ডিত জাহির করে।
লিখার “ল” কবিতার “ক” এর জ্ঞান নেই ব্রেনে
অথচ কবি,সাহিত্যিকের ভুল ধরে।
মেডিসিনের “ম” ডাক্তারে “ড” এর জ্ঞান নেই
অথচ তাঁদের ভুল ধরে।
ভাবে না তার জ্ঞানের পরিসীমা সম্পর্কে ,
কেবল অপমানিত করে জ্ঞানী ব্যাক্তিদের
কথার মাধ্যমে।
পরে লোক সম্মুখে কহে
কথা বন্ধ করে দিলাম তাদের।
স্কুলে যেতে না পারি
তবু ও বড়ো বড়ো পন্ডিতের চেয়ে বেশি জ্ঞান রাখি।
তাই মনে পড়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর
ঐ উলঙ্গো রাজার মত করে ,কহিবে কে তারে
তোমার জ্ঞানের ভান্ডার ফাঁকা।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট