দরিদ্র


বৃহস্পতিবার,২৭/০৭/২০১৭
727

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

দরিদ্র
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————

দরিদ্র অতি অসহায়
দুঃখের সহিত চলা বড়োদায়।
প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হই।
দরিদ্র বলে কি ভাই
মোদের বাঁচার অধিকার নাই।
আধুনিক যুগের সহিত
সামঞ্জস্য রাখা বড়োদায়।
ধনীদের অতিরিক্ত খাওয়ার কারণে
বদহজম দেখা দেয়।
তাই ডাক্তারের নিকট ছুটে যায়।
আর দারিদ্র্যের কারণে অন্ন অভাবে
পেটের ক্ষুধার জ্বালায় কাতরাই
ছটপট করে ক্লান্তিতে ঘুমাই।
হাইরে জীবন চলা বড়োদায়
বেদনায় অস্রু ঝরে পড়ে
চোখের কিনারা হতে
তাই দেখে দুঃখে যেন বর্ষার মেঘের
অস্রু ঝরে পড়ে অনবরত।
হাইরে হাই আধুনিক যুগে
দরিদ্র অতি অসহায়।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট