মন্দিরের ঘন্টা


শুক্রবার,২৮/০৭/২০১৭
922

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

মন্দিরের ঘন্টা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

———————————————-

আগত দিকবিদিক হতে
মানবের দল আসে প্রার্থনা করিতে
ঈশ্বরকে খুশি করতে
বাজিয়ে ঐ মন্দিরের ঘন্টা।
পূজা অর্চণা করে
চলে যায় নিজ ঘরে ঘরে।
তবে দেখি কতক গুন্ডা
বদমাইশের দল
গ্রাম গঞ্জে ,শহরের আনাচে কানাচে
সাধারন মানবের উপর,
চালিয়ে চলেছে নির্যাতন
তাদের স্বার্থসিদ্ধির উদ্দশ্যে।
তারা মানেনা কোনো স্কুল কলেজ
মন্দির মসজিদ।
সকল স্থানে অসৎ কর্ম করে।
তারা মানবের উপরে
লাঠি,কুকথা দ্বারা
আঘাত করে।
ঐ অপদার্থ মানবের দল
ভাবে যেন মন্দিরের ঘন্টা
বাজিয়ে ঈশ্বরকে খুশি করছি।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট