কর্মে অবহেলা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
সুন্দর ভূবনে রয়েছে বহু মানব সহ
বহু জীব জন্তু
করিছে কর্ম সদা তাদের জীবন ধরনের কারনে।
প্রয়োজন সকলের অন্ন বস্ত্র বাসস্থান
সুন্দর জীবন অতি বাহিতের কারনে।
তবে মানবের মধ্যে রয়েছে কিছু অপদার্থ
কর্মে করে সদা অবহেলা
তাই অসফল হয় তার নিজ কর্ম জীবনে।
তবে অপরের সফলতা দেখে
হিংসার আগুন জ্বলে থাকে তদের মনে
অবুজের মত ভালো মানুষের জীবনে
আগুন জ্বালানোর চেষ্টা করে চলে।
তবে দেয়না ঐ সময়টুকু তার নিজ কর্ম জীবনে
যাতে তাদের জীবনে খুশির আলো আনয়ন করে।
তাই সময় না পাওয়ার কারনে
পিছিয়ে পড়ে সদা তার নিজ জীবনে।
তাই দেখিতে পাইনা ঐ সফলতার মুখখানি
উপযুক্ত সময় না দেওয়ার কারনে তাদের নিজ কর্ম জীবনে।
তাই করিও না ভাই অবহেলা নিজ কর্ম জীবনে
নইলে খুশির আলো হারিয়ে যাবে।
দেখিবে কেবলই অন্ধকার নিজ জীবনে
চলার পথ হারিয়ে যাবে ঐ অন্ধকারে
জীবন হয়ে উঠবে অন্ধকারময়।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )