ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
তুমি ঈশ্বরচন্দ্র জন্মিলে এই বাংলাতে
তুমি লিখিলে শতশত নারী পুরুষ
উভয়ের লাগি।
তুমি লিখিলে ঐ বর্ণ পরিচয়
ছোটদের লাগি।
তুমি করিলে কতক বিদ্যালয়
নারী শিক্ষার অগ্রগতির লাগি।
তোমার মাতৃপ্রেম সর্বজনে বিদিতো।
তুমি নদী পার হলে ঐ ঝড়ের দিনে।
বস্ত্রদান করিলে গরীবের লাগি
তোমার ঐ দানের ছায়া পড়িল
ঐ মাইকেল মধুসূদন দত্তের প্রতি
আরোগ্য লাভ হয় যদি তাঁর জীবনের।
তুমি করিলে উপকার শতশত
দুস্থ দরিদ্র রোগগ্রস্ত মানবের লাগি।
তুমি করিলে প্রচলন বিধবা বিবাহের
উদহারণ দেখিয়ে দিলে নিজ সন্তান দিয়ে।
তুমি বলেছিলে উচ্চনীচ জাতি ভেদাভেদ নিয়ে
তুমি ফুটিয়েছো হাসি বহু মানবের মুখে।
তোমার কর্মের কারনে মানব আজো
তোমায় করে স্মরণ ।
করিবে ততদিন যতদিন রইবে এই ধরণী।
তোমার অগাধ পান্ডিত্যের কারনে
পেলে বিদ্যাসাগর উপাধি খানি।
তাইতো তোমায় স্মরণ করে
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নামে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Auto Amazon Links: No products found.