আধুরা মিলন


শুক্রবার,০৪/০৮/২০১৭
772

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

আধুরা মিলন
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সুন্দর ফুল ফুটেছে ঐ গোলাপের বাগানে
শালিক পাখি আসে আকর্ষনে
গাছের ঐ কোমল ডালে
মধু খাওয়ার আশায়।
ফুল কভু নিরাশ করেনা তারে।
নির্জনে বসে আছি তোমার কারনে
ঐ মেঘলা দিনে গাছের ছায়াতলে।
তোমার আশার আলোর অপেক্ষায়
পথ চেয়ে আছি কৃষ্ণচূড়ার নিচে।
তাই মোর অন্তর আজি কহে
যদি হতে পারিতাম ঐ
কৃষ্ণচূড়া গাছখানি
তুমি আসিতে হেতা শালিক পাখির ন্যায়
মধু সংগ্রহের কারনে।
একটু ছোয়া পেতাম
তোমার ঐ কোমল ঠোঁটের।
তুমি এলে ঐ গোধূলী লয়ে
সূর্যাস্তের কালে।
পাখিরা সব ফিরেছে কলতান করে
নিজ নিজ ঘরে।
আমি ফিরিলাম তখন
মায়ের ডাকের কারনে।
তাই রইল মিলন আধুরা
ঐ দুই কোমল হৃদয়ের।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট