অাজ কেন্দ্রিয় সরকার উঠেপড়ে লেগেছে সমস্ত কিছুর সাথে অাধার কার্ডকে যুক্ত করার জন্য । বর্তমানে ব্যাঙ্কের সাথে অপনার অাধার কার্ড যুক্ত , এলপিজি গ্যাসের সাথে অাপনার অাধার কার্ড যুক্ত , প্যান কারর্ডর সাথে অপনার অাধার কার্ড যুক্ত , এই ভাবে মিড ডে মিল, মোবাইল কানেকশন থেকে সমস্ত কিছুতে অপনার অাধার কার্ড যুক্ত করা হয়েছে কিন্তু অাশ্চার্যজনক ভাবে ভোটার কার্ডের সাথে সরকারের অপনার অাধার কার্ড যুক্ত করার কোন পরিকল্পনা নেই । তাই প্রশ্ন উঠছে কেন ? তবে কি অাধার কার্ডের সাথে ভোটার কার্ড যুক্ত হলে ভোট ব্যাঙ্কে টান পড়বে ?তবে কি অাধার কার্ডের সাথে ভোটার কার্ড যুক্ত হলে যার ভোট তাকে দিতে হবে , সরকার এর ভয় করছে ? না, অাধার কার্ডের সাথে ভোটার কার্ড যুক্ত হলে মৃত মানুষ ভোট দিতে পারবে না সরকার এর ভয় করছে ? প্রশ্ন উঠছে !
অাপনি কি জানেন সরকার অধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক কেন করছে না ?
মঙ্গলবার,০৮/০৮/২০১৭
666