দুই কনস্টেবল দম্পতি দেশের প্রথম দম্পতি হিসাবে এভারেস্ট ওঠার দাবি জানালে তা পরে মিথ্যা প্রমাণ হওয়ায় অবশেষে তাদের চাকরি গেল। তদন্ত কমিটি র রিপোর্টের ভিত্তিতে পুনে কর্মরত দুই দম্পতি দীনেশ ও তারকেশ্বরী রাঠৌরকে চাকরি থেকে বরখাস্ত করল রাজ্য প্রশাসন।
গত বছরের মে মাসে তাদের এভারেস্ট জয় করার চিত্রে ছেযে গিয়েছিল ফেসবুকে র পাতা। কিন্তু জুনের ৫হ তারিখ ওই জয়ের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাউন্টেনিযারিং অ্যাসোসিয়েশন এর সম্পাদক সুরেন্দ্র শেলকে। তিনি জানান তাদের এই জয়ের পিছনে কোন গরমিল আছে। সামিট জয়ের তথ্যে অনেক গোলমাল আছে।
শেলকের এই অভিযোগে র ভিত্তিতে পুলিশ রিপোর্ট চায় নেপাল সরকারের কাছে এবং নেপাল সরকার রিপোর্ট দেয় যে, এই তথ্য সম্পুর্ন ভুল এবং ছবিটাও বিকৃত।
যার পরেই তদন্ত কমিটি গঠন করে এই সত্যতা যাচাই করা হয় এবং তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়।
Auto Amazon Links: No products found.