সব কিছুর মতো ঘরে বসেই পাবেন ডিজেল পেট্রোল


বৃহস্পতিবার,১০/০৮/২০১৭
4128

সালাম মোল্লা---

আর মাত্র কিছু দিনের অপেক্ষা। এবার মোবাইল, জামাকাপড়, ফ্রিজ, টিভির মত ঘরে বসেই পেয়ে যাবেন পেট্রোল ডিজেল। শীঘ্রই ঘরে বসে পেতে চলেছে গ্রাহকদের চাহিদা মত পেট্রোল ডিজেল একথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেদ্রো প্রধান। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো সংস্থা গুলি এমনই তথ্য দিয়েছেন।
যার জন্য চালু করা হবে ই কমার্স পোর্টাল যেখানে ক্রেতারা ইচ্ছে মত পেট্রোল ডিজেল কিনতে পারবেন এবং ওই পোর্টাল এই পরিমাণ মত টাকা জমা করতে পারবেন।

শুধু তাই নয় মন্ত্রী ধর্মেদ্রো প্রধান এও বলেন মিনি পেট্রোল পাম্প অন হুইল চালু করা হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেন এ হল এক অভিনব প্রকল্প যা আগে ছিল না। তবে এই প্রকল্প চালু করার আগে পেট্রোলিয়াম জাতীয় সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট