পরমাণু বিস্ফোরণ “বলিউডে”


মঙ্গলবার,১৫/০৮/২০১৭
800

‌ডি‌জিটাল ডেক্স---

আসতে চলেছে জন আব্রাহামের ‘পরমাণু দ্য স্টোরি অব পোখরান’। তাই এবার বলিউডে ঝড় উঠেছে পরমাণুর। বিভিন্ন দেশ যখন সত্যি কারের পরমানুর খেলায ব্যস্ত তখন জন আব্রাহামের নুতন ছবি পরমাণু ঝড় তুলেছে বলিউডে। চলতি বছরের মে মাসে শুরু হওয়া এই ছবির সুটিং শেষ হয়ে প্রকাশ্যে এল পোষ্টার। অভিষেক শর্মী পরিচালিত এই ছবিতে আব্রাহাম শুধু অভিনয় করেছেন তাই নয এই তিনি প্রযোজক দের মধ্যে একজন। ছবিতে মূখ্য ভূমিকায় রয়েছেন ডায়না পেন্টি, বোমান ইরানি প্রমুখ। ছবিতে এক সাধারণ মানুষের কথাই ফুটে উঠেছে। যিনি দেশের গতি টাই পাল্টে দিয়েছেন।

ছবি মানেই কল্পনা এই সত্য আমাদের মাথায় থাকলেও ১৯৯৮ এর প্রেক্ষাপট কে কেন্দ্র করেই এই ছবি তৈরী করা হয়েছে। ছবির শুভ মুক্তি আগামী ৮ই ডিসেম্বর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট