দেশ জুড়ে পালিত হল ৭১তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। সাংবাদিকদের উদ্যোগে এই প্রথম দক্ষিণ ২৪ পরগনায় রক্তদান শিবির। এদিন বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার সম্মানীয় শ্রী সৈকত ঘোষ মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। দিনটি ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস দেশমাতৃকার প্রতি আবেগ প্রকাশ পেয়েছে সম্মানীয় অতিথি দের বক্তব্যে। মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। কলেজ ছাত্রী, ব্যবসায়ী, চাকরি জীবি এমন কি কিছু সাংবাদিকও রক্তদান করেন। সাংবাদিক প্রসেনজিৎ সাহা, অরুনাভ দা একাধিকবার রক্ত দেওয়াতে কোন সংকোচ ছাড়াই রক্তদান করেছেন।
অপরদিকে কল্যাণ মন্ডলের এই প্রথমবার রক্ত দেওয়া অভিজ্ঞতা হল। বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার সৈকত ঘোষ এর পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর থানার আইসি অরূপ ভৌমিক, বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম কুমার দাস, সহ একাধিক কাউন্সিলার। এহাড়া বেশ কিছু সমাজসেবী শিক্ষক অধ্যাপক দের মূল্যবান বক্তব্য আলাদা মাত্রা দান করেছে। শিবিরে উপস্থিত সকল অতিথি বারুইপুর প্রেস ক্লাব কে সাধুবাদ জানিয়েছেন এমন উদ্যোগ নেওয়ার জন্য।
Auto Amazon Links: No products found.