মুকেশ আম্বানির জিও নয় ভাই অনিল আম্বানির রিলায়্যান্সের অফার চমকে দিল সবাইকে। মাত্র ৭০ টাকায় এক বছরের ডেটা ও সঙ্গে ৫৬ টাকার টকটাইম। তবে একটু হলেও বোধ হয় হতাশ এক্ষেত্রে ৪জি বা ৩জি নয় ২জি ডেটা দিচ্ছে এক বছরের জন্য।
তবে এই অফারের জন্য দুটি শর্ত প্রযোজ্য হয়েছে। প্রথম শর্ত হল জিএসএম সিমের জন্য প্রতিদিন ১ জিবি করে ডাটা পাওয়া যাবে আর এলটিই সিমের ক্ষেত্রে প্রতি মাসে ১জিবি করে ডাটা পাওয়া যাবে।এর আগে ১৪৭টাকায ২৮ দিনের জন্য প্রতিদিন ১জিবি করে ডেটা দেওয়ার কথা জানিয়ে ছিল তবে এখন জিও, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ার সঙ্গে টেক্কা দিতে এই সুবর্ণ সুযোগ এর ব্যবস্থা করেছে রিলায়্যান্স সংস্থা।
Auto Amazon Links: No products found.