নিজস্ব সংবাদদাতা: বেশ দীর্ঘ দিন ধরে জল ঘোলা চলছে মুসলিম সমাজে প্রচলিত আইন তিন তালাক নিয়ে। আজ সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে তিন তালাক অসাংবিধানিক। রায় শোনাতে গিয়ে প্রধান বিচারপতি জে এস খেরার বলেন ” তালাক ই-বিদাত অসাংবিধানিক। মুসলিম সমাজে প্রায় ১০০ বছর ধরে প্রচলিত আছে। যা সংবিধানের ১৪ ধারাকে বিঘ্নিত করে।তাই সুপ্রিম কোর্ট কেন্দ্র কে নির্দেশ দিয়েছেন এই তালাক বিষয়ে নযা আইন তৈরি করতে। মঙ্গলবার এমন ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। পরবর্তী বিষয়টি দেখার অপেক্ষা।
অসাংবিধানিক তিন তালাক : রায় সুপ্রিম কোর্টের
মঙ্গলবার,২২/০৮/২০১৭
559