মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা দেবেন ? আধার কার্ড আছে তো!


বুধবার,২৩/০৮/২০১৭
1321

সালাম মোল্লা, হা‌ড়োয়া, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্স‌প্রেস: মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুলে পরীক্ষা দেবেন আধার কার্ড চাই। এবার থেকে যে কোন পরীক্ষায় বসতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন লারনিং বা এনআইওএস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ভুয়ো পরীক্ষার্থী আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনআইওএস এর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

চলতি বছরের মার্চ মাসে পরীক্ষাতে প্রচুর ভুয়ো পরীক্ষার্থীদের আটক করা হয়েছিল। এই ঘটনার সাক্ষী হওয়ার পরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককের কাছে আর্জি জানান এনআইওএস সংস্থা, যে এবার থেকে মুক্ত বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক করা হোক। সেই আবেদনে সিলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পাশাপাশি এনআইওএস এর তরফ থেকে এও জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে রাখা হবে বিশেষ এসক্যানার মেশিন। যার সাহায্যে পরীক্ষার্থীদের আঙুলের ছাপ পরীক্ষা করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট