সালাম মোল্লা, হাড়োয়া, উত্তর ২৪ পরগনা, বাংলা এক্সপ্রেস: সুপ্রিম কোর্টের রায়কে সাধুবাদ জানিয়েছেন বিখ্যাত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন এই রায়ের ফলে মুসলিম মহিলাদের এখনও স্বাধীনতা প্রাপ্তি হয়নি। এই রায় সম্মতি জানিয়ে এখানেই থেমে থাকলে হবে না। দেড় হাজার বছরের পুরোনো শরিয়তি আইনের অবসান ঘটাতে হবে।
এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই তিনি ট্যুইটারে নিজের মত বিনিময় করেন। তাঁর প্রশ্ন শুধু তিন তালাক নয় গোটা ইসলামী আইন শুধু নয় সর্বো ধর্মের আইন বিধি মহিলা বিরোধী আইন। যেখানে নারী জাতির স্বাধীনতা রক্ষার কোন স্থান নেই। তিনি বলেন এই তিন তালাক নিয়ে কোরানে কোন বিধি নিয়ম নেই। তিনি ট্যুইটারে আরো জানান মুসলিম পার্সোনাল ল বোর্ডের অস্তিত্ব থাকার কোন জায়গা নেই। তিনি বলেন অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত।
Auto Amazon Links: No products found.