তিস্তা !


বুধবার,৩০/০৮/২০১৭
781

তিস্তা !…

রক্তকরবী

সেদিন রাতগন্ধ মেখে
জলের ‘পরে জল এঁকে
চাঁদ ওঠে তিস্তা পারে !
জল আবাদের দোলাচলে
তিস্তা চলে যায় আলতা পায়ে
শরীর ভেঙে অশরীরী জলে
মোম আলোর আঁধারে…
আমি ফিরি টাইম টানেলে !

এ সময় কল্পনায়…
চাঁদের গায়ে চাঁদ জ্বেলে,
অনাবাদী নারীর নিষিক্ত জলে
সে ছিল আমার জঠরের ইনাম !
তিস্তা একটা নদীর নাম
তিস্তা একটা বোধের নাম !

এ সুড়ঙ্গ চেতনায়….
আশা মরে মন পথে
কাঁটাতারের যাতনায়
এলোচুল দু:খ ওড়ে
সুখের সাঁজোয়ায় !

এ পুনর্জন্ম বাসনায়….
জীবনের তাপ কমে
আয়ু ঝরা দিনে,
সে নি:সাড়ে নাড়া বাঁধে
মন কুঠুরীর খিলেনে !
তিস্তা একটা নদীর নাম
তিস্তা একটা চলার নাম !

……রক্তকরবী ।।

[ Surrogacy র ভাবনায়….]

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট