জয়তি


শনিবার,০৯/০৯/২০১৭
781

জয়তি

রক্তকরবী

ঝুলদড়ির পাক বেয়ে
চুঁয়ে পড়ে তোর চেতনা,
সিঁথি-চেরা খুনী রক্তের সুখ…
তোর যে আর ঘর পাওয়া হল না !

আইন ভেঁজে ইনামখোরের দলে,
ওরা পার পেল পোস্টমর্টেমের ছলে !
মেধা পুড়িয়ে চিতার আগুনে
তুই চলে গেলি এ’ ফাগুনে…
বসন্ত বিলাপ বাজে
ঝরা বকুলের থানে !

বেহায়া সমাজ…
শুনেছে খুনীর উল্লাস
অন্ধ কানুনঘরে…
নিয়েছে পাপধূনোর নির্যাস !

আর নয়, না না আর নয়
পাপড়ি ঝরা, গোলাপের !
তোর অঙ্গার অণুতে
আগুন ঝরুক বিপ্লবের,
পাপ পুড়ে পাপী মুক্ত হোক !
নতুন সূর্যের ভোরে…
জয় হোক তোর বলিদান,
জয় হোক, জয় হোক !

……রক্তকরবী ।।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট