সুখের মহূর্ত


সোমবার,১১/০৯/২০১৭
908

সুখের মহূর্ত
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সুখের দিন গুলো মনে পড়ে
বাদল দিনে বৃষ্টির পরে
মনরোম বায়ুর সাথে সাথে
স্বপ্নের পরি এসে শরীর স্পর্শ করে
প্রাণ ভরিয়ে দেয় মুক্ত বাতাসে।
নদীরকূলে কাশফুল ঘাসের বনে
খেয়া পারাপার করে নদীর ঘাটে।
নদীর কূলে বকুল গাছের তলে
বসিতাম মোরা বিকেলে।
কহিতাম প্রাণ খুলে হৃদয় দিয়ে মনের কথা।
আজ সেই বৃষ্টির পরে
মনরোম বায়ু শরীর ছুঁয়ে
কহে চুপি চুপি স্বপ্নের পরি এসে
চলো নদীরকূলে বকুল গাছের তলে
বসিবে সেই মনরোম পরিবেশে।
কহিবে প্রাণ খুলে হৃদয় দিয়ে প্রান প্রিয় মুক্ত বাতাসে
খিলিখিলি হেসে হেসে
হৃদয় থেকে একে অপরে।
অপেক্ষায় আছে বকুলগাছ নদীর কূলে
সঙ্গে মনরোম পরিবেশ
তোমাদের সুখের মূহুর্ত গুলো তৈরি করে।
কহি সময় পেলে আসিবো বকুল গাছের তলে
জীবনের সেই সুখের মহূর্ত গুলো উপভোগ করার কারনে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট