বৈপ্লবিক পিঠস্থান বাগু সপ্তগ্রামের পল্লিনিকেতন


সোমবার,১১/০৯/২০১৭
2485

সত্য‌জিৎ মন্ডল, রাজারহাট: উত্তর ২৪ পরগণা জেলার রাজারহাট থানার একটি বৈপ্লবিক পিঠস্থান বাগু সপ্তগ্রামের পল্লিনিকেতন। বিপ্লবী নিকুঞ্জ সেনের একসময়ের স্বপ্নের সাধনার স্থান। বিনয় বাদল দীনেশ এর শিক্ষাগুরু নিজের কাজের পরিমণ্ডলে সপ্তগ্রাম বাসিকে মুগ্ধ করেছে। স্মৃতি কেবল আজ এই পল্লিনিকেতন। বিপ্লবী নিকুঞ্জ সেন, রসময় শূর, কুমুদরঞ্জন সরকার, সত্য গুপ্ত, প্রভৃতি মহান মানুষের স্বপ্নের সেই পীঠস্থান আজ বেঁচে আছে আগাছা জলজ ভূমি ও পরিতক্ত্য কয়েকটি বাড়ির মধ্যে। যদিও কালভাদ্রে কিছু উড়ো টাকা পাওয়ার আশায় পরিষ্কার করা হয়। কয়েকটি বাহারে রঙ করা বেদীও আছে। তাতে কি “স্মরণীয় তাঁরা বরণীয় তাঁরা তবুও বাহির দাড়ে, আজ দূরদিনে ফিরানু তাঁদের ব্যর্থ নমস্কারে” কবির কথায় ফেরানো যায়? মনে হয় ব্যর্থ হয়। পল্লি নিকেতনের নামে বেশ কয়েক বিঘা জমি আছে, বছরে মোটা টাকা পাওয়া যায়। কিন্তু টাকার কাজের হিসাব পাওয়া যায় না। এলাকার মানুষের দাবী সরকার এর রক্ষনা বেক্ষনের দায়িত্ব নিক।

https://youtu.be/EHSjjavP7ng

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট