আদিবাসী অধ্যাসিত গ্রাম বারপোল এর উন্নয়‌নে ডিরোজিও মেমোরিয়াল কলেজ


বৃহস্পতিবার,১৪/০৯/২০১৭
918

সত্য‌জিৎ মন্ডল, রাজারহাট: বারাসাত এলাকার একটি আদিবাসী অধ্যাসিত গ্রাম বারপোল। স্কুলের ছাত্র ছাত্রী,শিক্ষক,এমন কি গ্রামের সার্বিক উন্নয়নে এগিয়ে এসেছেন রাজারহাট ডিরোজিও মেমোরিয়াল কলেজ। দত্তক নিয়েছে গ্রামটিকে। মাঝেমাঝে তাই কলেজ থেকে আসে উন্নয়ন ও উপহারের ডালি। এদিন কলেজের পক্ষ থেকে বারপোল স্কুলের চারিপাশে ব্লিচিং পাউডার ছড়ানো হয়।ছাত্র ছাত্রীদের জন্য বসে আকো প্রতিযোগিতা এবং গ্রামের মেয়েদের জন্য স্বাস্থ্য সচেতনতার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য বিষয়ক বক্তব্য রাখেন ড. সুনন্দা হালদার। বারপোল গ্রামে বিভিন্ন সেবামূলক প্রকল্প রূপায়নে, বারপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অপল ভৌমিক মহাশয়কে, ডিরোজিও মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে একটি মানপত্র তুলেদেন কলেজের অধ্যক্ষ ড.দিব্যেন্দু তলাপাত্র মহাশয়। কলেজের NSS ইউনিট অনুষ্ঠানটির আয়োজন করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট